আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম সম্পর্কে কটূক্তি-কারী বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হোসেনপুরে ইমাম উলামা পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকালে হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ের ইব্রাহিম সরণীতে গিয়ে শেষ হয়।

শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আবুল সরকারের ধর্ম অবমাননামূলক মন্তব্য কোনো মুসলমানের জন্যই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে মামলা প্রত্যাহার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তৌহিদি জনতা আরও কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা নাজমুল হাসান ফয়সাল, হাফেজ মোহাম্মদ কারিমুল্লাহ, মুফতি আবুল ফাতাহ নূরুল্লাহ, মাওলানা রেজাউল আলম রিয়াজ, মাওলানা রাকিব আল আদনান, মাওলানা নওশাদ আহমেদ ও ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন