আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহ অফিস

৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা এবং হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় আসামির বাবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাগর আলী হাজি (৬০), তার ছেলে এ কে এম রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭), তার ভাই নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকার বাসিন্দা।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গত ১০ জানুয়ারি দুপুরে দিঘারকান্দা এলাকায় মো. রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। গুরুতর আহত রাসেল বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের পরিবার ১১ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে একজন এএসআই ও তিনজন কনস্টেবলসহ পাঁচ সদস্যের একটি দল মঙ্গলবার বিকেলে দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তবে তাকে থানায় নিয়ে আসার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে পাঁচ পুলিশ সদস্যকে আহত করা হয় এবং একপর্যায়ে হাতকড়াসহ আসামি আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন