আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পৃথক সড়ক দুর্ঘটনায় নালিতাবাড়ীতে দুইজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

পৃথক সড়ক দুর্ঘটনায় নালিতাবাড়ীতে দুইজনের মৃত্যু
ছবি: আমার দেশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ও সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা ও গোজাকুড়া গ্রামের পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া একজনের নাম মাজেদা বেগম (৫০) ও অন্যজন বিপুল (৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল মাজেদা বেগম বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ীর থেকে আসা একটি দ্রুতগতির মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত মাজেদা বেগম সন্ন্যাসীভিটা এলাকার হাদিউল ইসলামের স্ত্রী ও তিনি চার সন্তানের জননী।

বিজ্ঞাপন

এদিকে সন্ধ্যায় একটি ইট বোঝাই ট্রলি নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। এসময় গোজাকুড়া রঞ্জুর মোড় এলাকায় পৌঁছালে আকস্মিক এক্সেল ভেঙে চলন্ত ট্রলি উল্টে যায়। এসময় ট্রলিতে থাকা ইটের চাপায় বিপুল নামে এক ব্যক্তি মারা গেছেন। বিপুল শহরের উত্তর গড়কান্দার তোফাজ্জল হোসেনের ছেলে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন