আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুলবাড়ীয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
ফুলবাড়ীয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আখতারুল আলম ফারুকের নেতৃত্বে শোভাযাত্রা

বিজ্ঞাপন

উপজেলা শহরের ফুল্লরা চত্বর থেকে বিকেল ৩টায় একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।

শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। এ সময় আখতারুল আলম ফারুক বলেন, “যে আশা নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন, সেই লক্ষ্যে বিএনপি সকল বাধা অতিক্রম করে পৌঁছাবে।”

এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি ফাহসিনা হক লিরা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আব্দুল করিম সরকারের নেতৃত্বে সমাবেশ ও শোভাযাত্রা

একই সময়ে শহরের ভালুকজান জামিয়া আরাবিয়া মাদরাসা মাঠ থেকে আরেকটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এর নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আব্দুল করিম সরকার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার ফুলবাড়ীয়ায় কোনো উন্নয়ন করেনি। তাই আগামী নির্বাচনে এই আসনের মানুষ তাকে ভোটের মাধ্যমে সংসদে পাঠাতে আগ্রহী।”

তার সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদের নেতৃত্বে পুটিজানা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল সরকার, ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদা আক্তার, ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্য শোভাযাত্রা

এছাড়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুর রহমানের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অপরদিকে, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা শহরের পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। এ সময় তিনি বলেন, “প্রয়াত সাবেক এমপি শামসুদ্দিন আহমেদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দিনের ফুলবাড়ীয়ায় ধানের শীষের প্রার্থী নির্বাচিত হয়ে কাজ করে যাবেন।”

এই শোভাযাত্রায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সানোয়ার হোসেন চানুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন