আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত মাদ্রাসা সুপার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত মাদ্রাসা সুপার

জামালপুরের মেলান্দহ উপজেলায় নষ্ট অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে জামালপুর–দেওয়ানগঞ্জ মহাসড়কের মামাভাগিনা বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম আব্দুল হালিম (৫৬)। তিনি ইসলামপুর উপজেলার তাতারপাড়া গ্রামের মৃত মৌলভী ইসাহাকের ছেলে এবং বীর মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল থেকে নষ্ট একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাতের দিকে জামালপুরগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আবদুল হালিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার সময় তার সাথে আর কোনো আরোহী ছিলেন না।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন