জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মেলান্দহ উপজেলায় হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে পাঁচ মাসের বকেয়া বেতন চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আশা মনি (২০) নামে এক নার্স। এ ঘটনায় তিনি মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
গতকাল মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। এর আগে সোমবার দুপুরে ওই হাসপাতালে এই ঘটনা ঘটলে সেদিন রাতেই মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নার্স আশা মনি। তিনি মেলান্দহ পৌরসভার বাসুদেবপুর এলাকার আসর শেখের মেয়ে।
অভিযুক্তরা হলেন, হাজরাবাড়ী জেনারেল হাসপাতালের মালিক মাদারগঞ্জ উপজেলার উত্তর জোড়খালী এলাকার মো. সবুজ এবং মেলান্দহ উপজেলার গুজামানিকা এলাকার মো. রফিক।
লিখিত অভিযোগ ও নার্স আশা মনির সাথে কথা বলে জানা যায়, তিনি প্রায় দুই বছর ধরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন। হাসপাতালের মালিকপক্ষ প্রথমদিকে সময়মতো বেতন দিলেও গত পাঁচ মাস ধরে কোনো বেতন পরিশোধ করেনি। একাধিকবার বেতন চাইলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী জানান, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি হাজরাবাড়ী বাজার এলাকায় অবস্থিত হাসপাতাল কার্যালয়ে গিয়ে বকেয়া বেতনের কথা বলেন। এ সময় দুই মালিক মো. সবুজ ও মো. রফিক উত্তেজিত হয়ে ওঠেন। হঠাৎ করেই তারা দু’জনে মিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, শুধু শারীরিকভাবে লাঞ্ছিতই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় ওই রাতেই তিনি মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। চিকিৎসা কার্যক্রম বন্ধ, মালিক পক্ষ ও অধিকাংশ কর্মচারী গা ঢাকা দিয়েছেন। অপারেশন থিয়েটার, রিসেপশন ও ব্লাড কালেকশন রুমসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো বন্ধ অবস্থায় দেখা যায়। রোগী ও স্বজনদের উপস্থিতিও ছিল না।
স্থানীয়রা জানান, এ হাসপাতালটিতে কর্মীদের সঙ্গে মালিক পক্ষের বেতন সংক্রান্ত বিরোধ নতুন নয়। তবে এবার বিষয়টি থানায় গড়ানোয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতালের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করা শর্তে জানান, আশা মনির অভিযোগ সম্পূর্ণ সত্য। তারা বলেন, “আমরাও দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছি না। টাকা চাইলে মালিকপক্ষ নানা অজুহাত দেয়। কেউ কিছু বললে দুর্ব্যবহার করে। চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে পারি না।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. রফিকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। অপর অভিযুক্ত মো. সবুজ বলেন, “আশা মনির এক মাসের বেতন বাকি রয়েছে, পাঁচ মাসের নয়। ওই দিনই তাকে টাকা দেওয়ার কথা ছিল। তবে হাসপাতালের ফার্মেসির কিছু দেনা পরিশোধ করতে গিয়ে টাকা হাতে রাখা যায়নি। আর মারধরের কোনো ঘটনাই ঘটেনি, শুধু কিছু কথা কাটাকাটি হয়েছে।”
এদিকে ভুক্তভোগী আশা মনি জানিয়েছেন, তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, “আমি শুধু আমার পাওনা বেতন চেয়েছি। বিনিময়ে আমি এমন নির্যাতনের শিকার হবো, সেটা কল্পনাও করিনি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আশা মনি নামে এক নার্স থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের মেলান্দহ উপজেলায় হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে পাঁচ মাসের বকেয়া বেতন চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আশা মনি (২০) নামে এক নার্স। এ ঘটনায় তিনি মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
গতকাল মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। এর আগে সোমবার দুপুরে ওই হাসপাতালে এই ঘটনা ঘটলে সেদিন রাতেই মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নার্স আশা মনি। তিনি মেলান্দহ পৌরসভার বাসুদেবপুর এলাকার আসর শেখের মেয়ে।
অভিযুক্তরা হলেন, হাজরাবাড়ী জেনারেল হাসপাতালের মালিক মাদারগঞ্জ উপজেলার উত্তর জোড়খালী এলাকার মো. সবুজ এবং মেলান্দহ উপজেলার গুজামানিকা এলাকার মো. রফিক।
লিখিত অভিযোগ ও নার্স আশা মনির সাথে কথা বলে জানা যায়, তিনি প্রায় দুই বছর ধরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন। হাসপাতালের মালিকপক্ষ প্রথমদিকে সময়মতো বেতন দিলেও গত পাঁচ মাস ধরে কোনো বেতন পরিশোধ করেনি। একাধিকবার বেতন চাইলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী জানান, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি হাজরাবাড়ী বাজার এলাকায় অবস্থিত হাসপাতাল কার্যালয়ে গিয়ে বকেয়া বেতনের কথা বলেন। এ সময় দুই মালিক মো. সবুজ ও মো. রফিক উত্তেজিত হয়ে ওঠেন। হঠাৎ করেই তারা দু’জনে মিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, শুধু শারীরিকভাবে লাঞ্ছিতই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় ওই রাতেই তিনি মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। চিকিৎসা কার্যক্রম বন্ধ, মালিক পক্ষ ও অধিকাংশ কর্মচারী গা ঢাকা দিয়েছেন। অপারেশন থিয়েটার, রিসেপশন ও ব্লাড কালেকশন রুমসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো বন্ধ অবস্থায় দেখা যায়। রোগী ও স্বজনদের উপস্থিতিও ছিল না।
স্থানীয়রা জানান, এ হাসপাতালটিতে কর্মীদের সঙ্গে মালিক পক্ষের বেতন সংক্রান্ত বিরোধ নতুন নয়। তবে এবার বিষয়টি থানায় গড়ানোয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতালের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করা শর্তে জানান, আশা মনির অভিযোগ সম্পূর্ণ সত্য। তারা বলেন, “আমরাও দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছি না। টাকা চাইলে মালিকপক্ষ নানা অজুহাত দেয়। কেউ কিছু বললে দুর্ব্যবহার করে। চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে পারি না।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. রফিকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। অপর অভিযুক্ত মো. সবুজ বলেন, “আশা মনির এক মাসের বেতন বাকি রয়েছে, পাঁচ মাসের নয়। ওই দিনই তাকে টাকা দেওয়ার কথা ছিল। তবে হাসপাতালের ফার্মেসির কিছু দেনা পরিশোধ করতে গিয়ে টাকা হাতে রাখা যায়নি। আর মারধরের কোনো ঘটনাই ঘটেনি, শুধু কিছু কথা কাটাকাটি হয়েছে।”
এদিকে ভুক্তভোগী আশা মনি জানিয়েছেন, তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, “আমি শুধু আমার পাওনা বেতন চেয়েছি। বিনিময়ে আমি এমন নির্যাতনের শিকার হবো, সেটা কল্পনাও করিনি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আশা মনি নামে এক নার্স থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২১ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৮ মিনিট আগে