আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিন দল ঘুরে তিনি এখন এনসিপি নেতা!

আমার দেশ অনলাইন

তিন দল ঘুরে তিনি এখন এনসিপি নেতা!

এক বিতর্কিত ব্যক্তিকে এনসিপির জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। তার নাম মাজহারুল ইসলাম মিন্টু।

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অনুমোদিত মাদারগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটির নেতাদের নাম এনসিপির কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। সেখানে যুগ্ম সমন্বয়কারী হিসেবে মাজহারুল ইসলামের নাম রয়েছে।

জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মিন্টু ২২ নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হন। এর প্রায় তিন মাস পর ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম আহ্বায়ক হন তিনি। এর চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারীর পদ পান তিনি।

চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাফিজুর রহমান জানান, মাজহারুল ইসলাম মিন্টু তার কমিটির সহসভাপতি। তিনি এখনো পদত্যাগ করেননি।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান বলেন, মাজহারুল ইসলাম মিন্টু উপজেলা গণঅধিকার পরিষদের এক নাম্বার কার্যনির্বাহী সদস্য ছিলেন। পরে পছন্দমতো পদ না পাওয়ায় মৌখিকভাবে দল ত্যাগ করেছেন তিনি।

জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক রুবেল আহমেদ বলেন, এনসিপির কমিটিতে মাজহারুল ইসলাম মিন্টুর নাম তিনি ফেসবুকে দেখেছেন। মিন্টু জিসাস থেকে পদত্যাগ করেননি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক হিফজুর রহমান বকুল বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবার আছে। তিনি বিএনপির সংগঠনে ছিলেন, এখন তার মনে হয়েছে এনসিপির সঙ্গে গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে কাজ করা উচিত। ওই প্রেক্ষাপটেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

যুবলীগের রাজনীতি করেননি দাবি করে মাজহারুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপিতে কে বা কারা তার নাম দিয়েছে তা জানেন না। তবে তিনি জিসাসের সঙ্গে যুক্ত আছেন বলে স্বীকার করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন