পূর্বধলায় বিএনপির তিন গ্রুপের শোভাযাত্রা ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩২

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটির তিন ভাগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারের নেতৃত্বে একটি গ্রুপ পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

সভায় আবু তাহের তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাউদ্দিন আহম্মেদ নওয়াব, আ. রহিম তালুকদার, আবুল হাসনাত বেপারী প্রমুখ।

অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে আরেকটি গ্রুপ পূর্বধলা জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু করে। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

সভায় এএসএম শহীদুল্লাহ ইমরানের সভাপতিত্বে বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রাশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকার, এমএ মান্নান, গুলজার আহমেদ খান প্রমুখ।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাবুল আলম তালুকদার। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইশতিয়াক আহম্মেদ বাবু, মোহাম্মদ আতিকুর রহমান রনক, উপজেলা বিএনপির সদস্য মো. আশরাফ হোসেন তালুকদার প্রমুখ।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত