আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেত্রকোনায় বিশ্ব যুব দিবস উদযাপিত

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোনায় বিশ্ব যুব দিবস উদযাপিত

‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্ব অগ্রগতি’ প্রতিপাদ্যে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়নের জেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ শেষে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।

বিজ্ঞাপন

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ অনেকে বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন