আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ময়মনসিংহে আটদলীয় জোটের সমাবেশ কাল

ময়মনসিংহ অফিস
ময়মনসিংহে আটদলীয় জোটের সমাবেশ কাল

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ময়মনসিংহে সমাবেশ করবে ইসলামি সমমনা আটদলীয় জোট। নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটনেতারা এ তথ্য জানান। তারা জানিয়েছেন, ময়মনসিংহ অঞ্চলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবারকার সমাবেশে ব্যাপক জনসমাগম হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী বলেন, জুলাই সনদে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের স্বাক্ষর সত্ত্বেও এর বাস্তবায়নে নানা ধরনের অপচেষ্টা চলছে। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়া থেকে বাঁচাতে গণভোট এখন সময়ের দাবি। কিন্তু সরকারের উদ্যোগে এ গণভোট প্রক্রিয়া নানা জটিলতার মুখে পড়েছে।

তিনি আরো অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই জনগণ যেন অবাধে ভোট দিতে পারেÑএ অঙ্গীকার বাস্তবায়ন করতেই জোটের এই আন্দোলন।

সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য নেতা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মহানগর আমির কামরুল আহসান এমরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. নাসিরুদ্দিন, সহসভাপতি মাওলানা গোলাম মাওলা ভুইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, নেজামে ইসলামীর জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক, বিডিডিপি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনসহ আটদলীয় জোটের অন্যান্য নেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন