প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
মা জোসনা আক্তারের (৫২) দেয়া একটি কিডনিতে নতুন জীবন পেলেন ছেলে অপূর্ব মিয়া (২৭)। শুক্রবার প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় করে মায়ের দেয়া একটি কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বাহাগুন্দ গ্রামের আব্দুল মালেকের ছেলে অপূর্ব মিয়া।
মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এ কিডনি প্রতিস্থাপন করা হয় বলে শনিবার বিকেলে নিশ্চিত করেন, অপূর্ব'র চাচাতো ভাই জামিল হোসেন কাজল।
তিনি বলেন, অপূর্ব ও তার মা দুজনই ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে এবং দুজনই আশঙ্কা মুক্ত। তবে তাদের স্বাভাবিক হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
অপূর্ব'র পরিবারের বরাতে জানা গেছে, আব্দুল মালেক ও জোসনা আক্তার দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় অপূর্ব মিয়া। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করা অপূর্ব স্থানীয় বেখৈরহাটি বাজারে পোল্ট্রি মুরগির ব্যবসা করতেন। পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরার চেষ্টা করছিলেন তিনি।
গত চার মাস আগে হঠাৎ করে তার রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
তারপর কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক জানান, অপূর্ব'র দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তাকে বাঁচাতে দ্রুতসময়ের মধ্যে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।
এ অবস্থায় ছেলের জীবন বাঁচাতে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে মায়ের কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয় ।
মা জোসনা আক্তারের (৫২) দেয়া একটি কিডনিতে নতুন জীবন পেলেন ছেলে অপূর্ব মিয়া (২৭)। শুক্রবার প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় করে মায়ের দেয়া একটি কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বাহাগুন্দ গ্রামের আব্দুল মালেকের ছেলে অপূর্ব মিয়া।
মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এ কিডনি প্রতিস্থাপন করা হয় বলে শনিবার বিকেলে নিশ্চিত করেন, অপূর্ব'র চাচাতো ভাই জামিল হোসেন কাজল।
তিনি বলেন, অপূর্ব ও তার মা দুজনই ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে এবং দুজনই আশঙ্কা মুক্ত। তবে তাদের স্বাভাবিক হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
অপূর্ব'র পরিবারের বরাতে জানা গেছে, আব্দুল মালেক ও জোসনা আক্তার দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় অপূর্ব মিয়া। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করা অপূর্ব স্থানীয় বেখৈরহাটি বাজারে পোল্ট্রি মুরগির ব্যবসা করতেন। পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরার চেষ্টা করছিলেন তিনি।
গত চার মাস আগে হঠাৎ করে তার রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
তারপর কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক জানান, অপূর্ব'র দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তাকে বাঁচাতে দ্রুতসময়ের মধ্যে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।
এ অবস্থায় ছেলের জীবন বাঁচাতে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে মায়ের কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয় ।
মৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ইউপি সদস্য বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি । এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি মোড়ে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একজন দগ্ধ হয়েছেন এবং পৌর মার্কেটের একটি দোকান পুড়ে ছাঁই হয়েছে। দগ্ধ ওই যুবকের নাম শাওন (২২)। তিনি পুড়ে যাওয়া শাহজালাল থাই অ্যালুমিনিয়াম দোকানের কর্মচারী।
২ ঘণ্টা আগেরাতে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মজিদ আলী। এ সময় হেডলাইটবিহীন ও বেপরোয়া গতির চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেল চালক পাশের খাদে পড়ে গেলেও মজিদ আলী গুরুতর আহত হন। তবে চালক দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
২ ঘণ্টা আগে