আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার ভিতরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আইয়ুব আলী (৭৫) উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মৃত জামির উদ্দিন মুন্সির ছেলে।

পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ছয়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ৩৭২ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে তিনি নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আখতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন