শেয়ারবাজারে লেনদেন

শেয়ারবাজারে সফটওয়ার বাস্তবায়নে সময় বেঁধে দিলো বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২১: ৩৮
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২১: ৫৬

শেয়ারবাজারে লেনদেনে চলতি বছরের আগস্টের মধ্যেই ট্রেকহোল্ডারদের অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার স্থাপন করতে হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের দুই শেয়ারবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আবেদনের প্রেক্ষিতে বিএসইসির কমিশন সভায় সফটওয়্যার বাস্তবায়নের এ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ১ জুলাই এ সিদ্ধান্ত নেওয়া হলেও আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়েছে।

এর আগে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুনের মধ্যে সফটওয়্যার বাস্তবায়ন করার কথা ছিল ট্রেক হোল্ডারদের। কিন্তু ঈদের ছুটিসহ নানা কারণে সেটি বাস্তবায়ন না হওয়ায় সময় বাড়ানোর আবেদন জানানো হয়।

বিএসইসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএসই ও সিএসইর ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডারের মধ্যে ২৪৪টি ট্রেক হোল্ডার এবং সিএসইর ৮২টি ট্রেক হোল্ডারের ৪২টি ট্রেক হোল্ডার সফলতার সঙ্গে পরিপূর্ণভাবে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। বাকী ট্রেক হোল্ডারদের জুলাই ও আগস্টের মধ্যে সফটওয়্যার স্থাপনে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যে ডিএসইর ট্রেকহোল্ডার মধ্যে ৬টিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে, ১০টিকে ১৫ আগস্টের মধ্যে, ৩১টিকে ৩১ আগস্টের মধ্যে এবং সিএসইর ১৭টি ট্রেকহোল্ডারদের ১৫ আগস্টের মধ্যে ও ৩০ আগস্টের মধ্যে ২১টিকে সফটওয়্যার বাস্তবায়নে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন হলে পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিডিবিএলে রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্য ও স্টক ব্রোকারের নিকট রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্যের মধ্যকার গরমিল হ্রাস পাবে বলে মনে করে বিএসইসি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত