শেয়ারবাজারে লেনদেন
অর্থনৈতিক রিপোর্টার
শেয়ারবাজারে লেনদেনে চলতি বছরের আগস্টের মধ্যেই ট্রেকহোল্ডারদের অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার স্থাপন করতে হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের দুই শেয়ারবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আবেদনের প্রেক্ষিতে বিএসইসির কমিশন সভায় সফটওয়্যার বাস্তবায়নের এ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
গত ১ জুলাই এ সিদ্ধান্ত নেওয়া হলেও আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়েছে।
এর আগে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুনের মধ্যে সফটওয়্যার বাস্তবায়ন করার কথা ছিল ট্রেক হোল্ডারদের। কিন্তু ঈদের ছুটিসহ নানা কারণে সেটি বাস্তবায়ন না হওয়ায় সময় বাড়ানোর আবেদন জানানো হয়।
বিএসইসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএসই ও সিএসইর ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডারের মধ্যে ২৪৪টি ট্রেক হোল্ডার এবং সিএসইর ৮২টি ট্রেক হোল্ডারের ৪২টি ট্রেক হোল্ডার সফলতার সঙ্গে পরিপূর্ণভাবে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। বাকী ট্রেক হোল্ডারদের জুলাই ও আগস্টের মধ্যে সফটওয়্যার স্থাপনে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যে ডিএসইর ট্রেকহোল্ডার মধ্যে ৬টিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে, ১০টিকে ১৫ আগস্টের মধ্যে, ৩১টিকে ৩১ আগস্টের মধ্যে এবং সিএসইর ১৭টি ট্রেকহোল্ডারদের ১৫ আগস্টের মধ্যে ও ৩০ আগস্টের মধ্যে ২১টিকে সফটওয়্যার বাস্তবায়নে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন হলে পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিডিবিএলে রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্য ও স্টক ব্রোকারের নিকট রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্যের মধ্যকার গরমিল হ্রাস পাবে বলে মনে করে বিএসইসি।
শেয়ারবাজারে লেনদেনে চলতি বছরের আগস্টের মধ্যেই ট্রেকহোল্ডারদের অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার স্থাপন করতে হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের দুই শেয়ারবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আবেদনের প্রেক্ষিতে বিএসইসির কমিশন সভায় সফটওয়্যার বাস্তবায়নের এ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
গত ১ জুলাই এ সিদ্ধান্ত নেওয়া হলেও আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়েছে।
এর আগে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুনের মধ্যে সফটওয়্যার বাস্তবায়ন করার কথা ছিল ট্রেক হোল্ডারদের। কিন্তু ঈদের ছুটিসহ নানা কারণে সেটি বাস্তবায়ন না হওয়ায় সময় বাড়ানোর আবেদন জানানো হয়।
বিএসইসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএসই ও সিএসইর ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডারের মধ্যে ২৪৪টি ট্রেক হোল্ডার এবং সিএসইর ৮২টি ট্রেক হোল্ডারের ৪২টি ট্রেক হোল্ডার সফলতার সঙ্গে পরিপূর্ণভাবে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। বাকী ট্রেক হোল্ডারদের জুলাই ও আগস্টের মধ্যে সফটওয়্যার স্থাপনে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যে ডিএসইর ট্রেকহোল্ডার মধ্যে ৬টিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে, ১০টিকে ১৫ আগস্টের মধ্যে, ৩১টিকে ৩১ আগস্টের মধ্যে এবং সিএসইর ১৭টি ট্রেকহোল্ডারদের ১৫ আগস্টের মধ্যে ও ৩০ আগস্টের মধ্যে ২১টিকে সফটওয়্যার বাস্তবায়নে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন হলে পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিডিবিএলে রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্য ও স্টক ব্রোকারের নিকট রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্যের মধ্যকার গরমিল হ্রাস পাবে বলে মনে করে বিএসইসি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
২ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
৩ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৫ ঘণ্টা আগে