আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিকাশ হিসাবে রেমিটেন্স জমা করার সুবিধা চালু করেছে রূপালী ব্যাংক

আমার দেশ অনলাইন
বিকাশ হিসাবে রেমিটেন্স জমা করার সুবিধা চালু করেছে রূপালী ব্যাংক

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীগণ এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টাব্যাপী তাদের প্রিয়জনের বিকাশ হিসাবে রেমিটেন্স জমা করতে পারবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই সুবিধার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় বিকাশ এর বাণিজ্যিক বিভাগের প্রবাসী আয় শাখার প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন। এখন থেকে মুহুর্তের মধ্যে গ্রাহকগণ তাদের প্রবাসের কাষ্টার্জিত টাকা জমা করতে পারবেন বিকাশ ওয়ালেটে। এর ফলে বৈদেশিক রেমিটেন্সে আসবে নতুন দিগন্ত।

এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংক এবং বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন