এনবিআর সংকট, বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৫: ৪৩

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে চলমান সংকটের মধ্যে আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহেমেদ। ওইদিন বেলা ৫টায় উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এনিবআর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড এবং বিসিএস (কর)ও বিসিএস (কাস্টসম অ্যান্ড ভ্যাট)ক্যাডার প্রতিনিধিদের সাথে অর্থ উপদেষ্টা আলোচনার আহ্বান জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবশ্য ওই বৈঠকে অংশ নেওয়ার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৬ জন প্রতিনিধি অন্তর্ভুক্তিতে মনোনয়ন চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি। ইতোমধ্যে ঐক্য পরিষদের সভাপতি ও নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ রিকাবদারকে বৈঠকের বিষয় ও প্রতিনিধি মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পরিষদের সভাপতি বলেন, ঐক্য পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোন চিঠি পায়নি। তবে আমরা আলোচনা করে এ বিষয়ে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো।

এদিকে আজ মঙ্গলবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর ভবনে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করেছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে চেযারম্যানের অপসারণ ও কর্মকর্তাদের বদলীর আদেশ প্রত্যাহারে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোঘণা দেয়। আগামী ২৭ জুনের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতর শাটডাউন কর্মসূচি পালনের হুশিয়ারিও উচ্চারণ করে ঐক্য পরিষদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত