দেশের সমৃদ্ধির জন্য সবার একত্রে কাজ করতে হবে: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০০: ২১

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক নোট শুধু বিনিময়ের জন্যই নয়, এর সঙ্গে একটি দেশের ইতিহাস সংস্কৃতি জড়িত থাকে। ব্যাংকনোট অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের শোভন জীবনকে চিত্রিত করে যার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশের উন্নত জীবনের প্রত্যাশা করা হয়েছে। শুধু অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেই নয় বরং জীবনমান উন্নতির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ। এর জন্য অর্থ খুবই প্রয়োজন। তাই দেশের সমৃদ্ধির জন্য আমাদের সবার একত্রে কাজ করতে হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ব্যাংকনোট ও কেন্দ্রীয় ব্যাংক’ বইয়ের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের ক্রেন অথেনটিকেশন সেলস ডাইরেক্টর সাচা ড্রোবা, সুইজারল্যান্ডের ব্লমারের সিইও রয় ব্রুডেরার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, অর্থ মন্ত্রণালয়ের সচিব নাজমা মুবারকসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

‎অর্থ উপদেষ্টা বলেন, এটি কোনো সাধারণ বই নয়। একটি দেশের ব্যাংক নোট কেমন হওয়া উচিত, তার ডিজাইন ও ব্যাংক নোটের নিরাপত্তা—সবই বইটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনার প্রাত্যহিক জীবনচক্রের জন্য এটি প্রযোজ্য নয়। আমি জানি না কারা এটি কিনবে, তবে এটি সংগ্রহ করে রাখার মতো। বইটি লেখার জন্য আমি লেখককে অভিনন্দিত করতে চাই।

তিনি বলেন, যদিও ক্যাশলেস সমাজের ধারণার আবির্ভাবে ব্যাংকনোট ক্রমেই হারিয়ে যাচ্ছে। কিন্তু কোনো না কোনো ভাবে ব্যাংকনোট আমরা ব্যবহার করছি। ব্যাংকনোটের ডিজাইনে একটি দেশের সংগ্রামের চিত্র উঠে আসে। নতুন নোটগুলোতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও দেশের মসজিদ, মন্দির, প্যাগোডাসহ বিভিন্ন স্থাপনা তুলে ধরা হয়েছে।

বইটির গুরুত্ব তুলে ধরে ড. জালাল উদ্দীন বলেন, ‘আমার ৩৫ বছরের গবেষণা ও বৈশ্বিক অভিজ্ঞতা থেকে বইটি লিখেছি। বইটিতে উল্লেখ করা হয়েছে, একটি ব্যাংক নোটে আধুনিক ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য থাকা উচিত। জাল নোট প্রতিরোধ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত। টেকসই উপাদান দিয়ে তৈরি হওয়া উচিত, যা দীর্ঘকাল টিকে থাকবে।’

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা এ সংক্রান্ত বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। তারা একটি আধুনিক ও কার্যকর ব্যাংক নোট এবং সেন্ট্রাল ব্যাংকের গুরুত্ব তুলে ধরেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত