শতভাগ দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন ১২তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা শেষ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী চলা মেলার পর্দা নামলো। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
রোববার আগারগাঁও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন—শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েমা শাহীন সুলতানা, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, নুজহাত ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও মোহাম্মদ রুমী এ. আলী, চেয়ারম্যান, ব্যাংকিং কমিশন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ।
মুসফিকুর রহমান বলেন, এবারের এসএমই মেলায় স্টল গুলোতে (স্পট সেল) ১৪ কোটি ৭০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়াও ১৫ কোটি ৮৬ লাখ টাকার পণ্যের অর্ডার নেওয়া হয়েছে।
তিনি বলেন, গতবছর বিক্রি হয়েছে ১৩ কোটি টাকার মত। দর্শক ও ক্রেতার সমাগম কয়েক বছরের তুলনা অনেক বেশি ছিল এবার, যা আমাদের বড় সাফল্য।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান বলেন, উৎপাদন ও উদ্যোক্তা বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসময় তিনি আহ্বান জানান।
এবার মেলায় অংশ নেয় প্রায় সাড়ে তিনশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তার প্রতিষ্ঠান। তৈরি পোশাক, হস্ত ও কারুশিল্প, চামড়া, পাটজাত, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত, লাইট ইঞ্জিনিয়ারিং, জুয়েলারি, প্রসাধনী, আইসিটি, প্লাস্টিক ও ইলেকট্রনিকস খাতের পণ্য প্রদর্শিত হবে।
মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল সিটি ব্যাংক। পাশাপাশি ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি, লংকা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের জন্য ঋণ, পরামর্শ ও আবেদন সুবিধা করা দেয়া হয় মেলায়।
মেলার পাশাপাশি ৮ থেকে ১০ ডিসেম্বর তিন দিনে ছয়টি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে সহজ অর্থায়ন, রপ্তানি বহুমুখীকরণ, হালাল সনদ, মেধাস্বত্ব, জিআই স্বীকৃতি এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, ২০১২ সাল থেকে জাতীয় এসএমই পণ্য মেলার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ২৭শ উদ্যোক্তা তাঁদের পণ্য প্রদর্শন করেছেন। গত ১১টি মেলায় প্রায় ৫৭ কোটি টাকার পণ্য সরাসরি বিক্রি এবং ৯৩ কোটি টাকার অর্ডার অর্জিত হয়েছে।

