জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১: ১৮

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকে মামলা থাকায় তাদের চাহিদার ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডিবি কার্যালয়ে রেখে আগামীকাল শুক্রবার তাকে দুদকের কাছে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com