প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বহুজাতিক ও রাষ্ট্রায়ত্ত লাভজনক ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির তাগিদ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আজ মঙ্গলবার বিএসইসি কার্যালয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাশেদ মাকসুদ বলেন, “বহুজাতিক কোম্পানিসহ রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা মোতাবেক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে হবে। এ ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব এর বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে।”
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, নতুন রুলসের মাধ্যমে আইপিও-সংশ্লিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আধুনিকীকরণ ও শক্তিশালী করা হয়েছে। নতুন রুলসের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলো ন্যায্য প্রাইসিং ও ভ্যালুয়েশনের নিশ্চয়তা পাবে বলেও তিনি আশ্বস্ত করেন।
‘খসড়া আইপিও বিধিমালা, ২০২৫’ এবং পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান। বৈঠকে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিগুলোকে কীভাবে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, ফারজানা লালারুখ, মোঃ সাইফুদ্দিন, আইসিবি ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মাজেদা খাতুনসহ অন্যরা।

