মিউচুয়াল ফান্ড বিধিমালায় মতামত চেয়েছে বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১: ৪২

মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫, খসড়া বিধিমালার উপর মতামত চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মতামত দেওয়ার জন্য বিধিটি বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিধিতে প্রয়োজনীয় সংশোধনীতে মতামত, সংশোধনী কিংবা আপত্তি জানাতে পারবেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবুল কালাম আমার দেশকে জানান, অংশীজনের মতামত পাওয়ার পর পর্যালোচনা শেষে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এরপর এটি বিএসইসির কমিশন সভায় অনুমোদন দেওয়া হবে। অনুমোদনের পর সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

এখানে প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ক্যাপিটাল মার্কেট রিফর্ম টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সকে মোট ১৭টি টার্মস অফ রেফারেন্স (TOR) দেওয়া হয়, যার মধ্যে মিউচুয়াল ফান্ড সংশ্লিষ্ট নিয়মাবলীর প্রস্তাবনা এবং সংস্কার ছিল।

এরমধ্যে ‘বাজারের মধ্যস্থতাকারী ও অ্যাসেট ম্যানেজারদের কার্যক্রম আধুনিকায়ন’করার কথা বলা ছিল। এ ধারার অন্তর্ভুক্ত ব্যাখ্যার অংশ হিসেবে সংস্কার কমিটি মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়।

গত ১০ ফেব্রুয়ারি টাস্কফোর্স মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া বিএসইসিতে জমা দেয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত