আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম
স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৫ দশমিক ৬২ ডলারে নেমে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও সমান ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৪ দশমিক ৪০ ডলারে নেমেছে।

বিজ্ঞাপন

গত ২৯ ডিসেম্বর ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে লেনদেন হয় স্বর্ণ। সে তুলনায় সপ্তাহখানেকের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ১১০ ডলার কমেছে। ডলারের মূল্যবৃদ্ধি ও মুনাফা গ্রহণের প্রবণতার কারণে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সীমিত হয়ে পড়েছে।

এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল রুপার দাম।

এইচএসবিসি জানিয়েছে, ২০২৬ সালে রুপার দাম প্রতি আউন্স ৫৮ থেকে ৮৮ ডলারের মধ্যে লেনদেন হতে পারে। বিনিয়োগ চাহিদা এবং উচ্চ স্বর্ণমূল্য এর পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তবে বছরের শেষ দিকে বড় দরপতনের ঝুঁকির কথাও জানিয়েছে ব্যাংকটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন