গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেল রিমার্ক

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৫: ২৬

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শিল্প খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘সবুজ কারখানা পুরস্কার-২০২৫’ পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত এই পুরস্কার শিল্প খাতে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া এবং পরিচালক আলমগীর আলম সরকারের হাতে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রসাধনসামগ্রী বাজারে আস্থা ফিরিয়েছে রিমার্ক। মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারা। বিদেশি ক্রেতাদের কাছেও এখন বাংলাদেশি প্রসাধনসামগ্রী সমাদৃত হচ্ছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আজ রিমার্কসহ যেসব প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে, তাদের দেখে অন্য প্রতিষ্ঠানগুলোও অনুপ্রাণিত হবে। দেশের এবং মানুষের কল্যাণে পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠানের বিকল্প নেই।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবি লিমিটেড-এর উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (সুৎ উৎপাদন প্রক্রিয়া মেনে চলার স্বীকৃতি) এবং আইএসও (আন্তর্জাতিক মান সংস্থা) স্বীকৃত। এতে নিশ্চিত হয়, প্রতিটি পণ্য সর্বোচ্চ গুণগত মান ও নিরাপত্তা অনুসরণ করে তৈরি হচ্ছে। এই উৎকর্ষের প্রতিশ্রুতি রিমার্ককে বাংলাদেশের প্রসাধনসামগ্রী ও ত্বক পরিচর্যা শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি দেশে হালাল প্রসাধনসামগ্রী উৎপাদনেও এক মাইলফলক তৈরি করেছে।

রিমার্ক এর আগে দুবাই ডার্মা (বিশ্বের অন্যতম বৃহৎ ত্বক পরিচর্যা পণ্য প্রদর্শনী)-তে অংশ নিয়ে মধ্যপ্রাচ্যের বাজারে প্রায় ২০ লক্ষ মার্কিন ডলারের রফতানি আদেশ পেয়েছে। এবার তারা অংশ নিচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫-এ। সেখানে রিমার্ক প্রদর্শন করবে বাংলাদেশে উৎপাদিত প্রায় ৫০০টি ব্র্যান্ডের প্রসাধনসামগ্রী ও ত্বক পরিচর্যা পণ্য। এতে থাইল্যান্ডসহ অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে নতুন রফতানির সম্ভাবনা তৈরি হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত