আল-আরাফাহ্ ব্যাংকে চাকরিচ্যুতদের হামলা, আহত ১৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০: ৪১

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুতদের হামলায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধানসহ আহত হয়েছেন ১৫ জন কর্মকর্তা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এতে কার্যত অচল হয়ে পড়েছে ব্যাংকের প্রধান দপ্তরের কার্যক্রম। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত সিকিউরিটি গার্ড শাহিনুরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ আক্রমণের আহত ব্যাংকের মানবসম্পদ এইচআর হেড আমির হোসেন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের হাত থেকে ব্যাংকের তিনজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)-কে উদ্ধার করেছে পুলিশ। টানা ৮ কার্যদিবস ব্যাংকটির প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। এ বিষয়ে পল্টন থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আন্দোলনের নামে বল প্রয়োগ করে গত ৮ কর্মদিবস কার্যত অচল করে রাখা হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়।

Amardesh_Al_Arafah..

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরেই আল-আরাফাহ টাওয়ার ভবনে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা বলে ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদনের জন্য পার্শ্ববর্তী সুরমা টাওয়ারে বসার ব্যবস্থা করা হয়। বিকেল ৪টায় ব্যাংকের তিনজন ডিএমডি ও এইচআর হেড আমির হোসেনসহ কয়েকজন সুরমা টাওয়ার থেকে নেমে গাড়িতে উঠছিলেন। এ সময় আন্দোলনকারীরা ছুটে এসে অতর্কিতে তাদের গাড়ি ঘিরে ধরেন এবং এইচআর হেড আমির হোসেনকে বেধড়ক মারধর করেন। তাদের উদ্ধার করতে ব্যাংকের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে আক্রমণকারীরা তাদের ওপরও চড়া হয়। প্রায় শতাধিক হামলাকারী লাঠিসোঁটা নিয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আহতরা হলেন, এইচআর হেড আমির হোসেন, সিকিউরিটি গার্ড শাহিনুর, লিটন (২৫), ইলিয়াস (৩৮), ফাহিম (১৯), রকি হোসেন (২৬), তোফায়েল (৩২), নুর আলম (৪২), আরিফ (২৫), জাকির হোসেন (২৫), সাগর (২৯), লুৎফর, ফারুক ও সোহেল।

Amardesh_Al_Arafah

উল্লেখ্য, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তদারককারী সংস্থার তদন্তে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন অসংগতি সামনে উঠে আসে। বিষয়টি নিয়মের মধ্যে আনার লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে চিহ্নিত ১ হাজার ৪১৪ কর্মকর্তার মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়। এর মধ্যে অকৃতকার্য ৫৪৭ জনকে অব্যাহতি দিতে বাধ্য হন ব্যাংক কর্তৃপক্ষ।

চাকরিচ্যুত কর্মকর্তারা গত ২৮ জুলাই সকালে আকস্মিকভাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রবেশমুখে জড়ো হয়ে মানবঢাল তৈরি করে এবং মারমুখী আচরণ করতে থাকে। এরপর থেকে গত ৮ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একইভাবে প্রধান গেট বন্ধ করে রাখে। ব্যাংক কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সরাতে কোনোরূপ শক্তি প্রয়োগ না করার নীতি অবলম্বন করার পরও বৃহস্পতিবার এ অনভিপ্রেত ঘটনা ঘটে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত