শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভাঙার কাজ চলছে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৫৮
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৩০

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এস্কেভেটর দিয়ে কেটে ফেলা হচ্ছে ভিতরে অবস্থিত নারকেল গাছ।

বিজ্ঞাপন
danmondi-17

এছাড়াও ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে-সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন।

danmondi-16

ছাত্র-জনতা বাড়ির সামনে ভিড় করছে। জড়ো হওয়া কয়েকজন জানান, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, ‘স্বৈরাচার সাবধান।’

danmondi-18

বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত