রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ী হলেন ৫৫ বছর বয়সী আব্দুর রহমান ভূইয়া, যিনি দীর্ঘদিন ধরে মসলার ব্যবসা, বিশেষত হলুদ ও মরিচের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অজ্ঞাত দুই সন্দেহভাজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
স্থানীয়দের বরাতে জানা যায়, আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন এবং এলাকায় শান্তিপ্রিয় ও পরিচিত ব্যবসায়ী হিসেবে সম্মানিত ছিলেন। হামলার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ব্যবসায়ী ও সাধারণ লোকজন নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই হামলার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিলো। গত কয়েক মাসে ধরেই উত্তেজনা বাড়ছিল বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাসহ অন্যান্য সম্ভাব্য কারণও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ইতোমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার জন্য তদন্ত দল কাজ করছে।
এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী পুলিশের কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছেন। অনেকেই বলেন, এ ধরনের প্রকাশ্য গুলির ঘটনা স্থানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলো তুলে ধরেছে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় পুলিশের নজরদারি কঠোর করা হয়েছে। ঘটনার পয়েন্ট থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে। আসামিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নেওয়ার জন্য স্থানীয় তদন্ত দল কাজ করছে।

