ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার অবস্থান, ৩ ফ্যাসিস্টকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০: ০৭
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০১: ০০

এক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে ভিডিও কলে একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। এ সময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা তা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে হালকা উত্তম-মধ্যম দিয়ে পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। ছাত্র-জনতা বলছেন, ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখেছেন তারা।

বিজ্ঞাপন

এর আগে ১৫ আগস্ট উপলক্ষে সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নেয় ছাত্র-জনতা। অবস্থানকালে সেখানে ওই ব্যক্তিসহ তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে উৎসুক মানুষ তাদের চড় থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

উপস্থিত ছাত্র-জনতার বক্তব্য হলো- গতকাল বুধবার শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে; সে জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।

পুলিশের হাতে সোপর্দ করা তিন ব্যক্তির বিষয়ে উপস্থিত জনতার বলছেন, এরা আওয়ামী লীগের দোসর। এর মধ্যে ভিডিও কলে থাকা ব্যক্তির ফোনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি রয়েছে। যে কারণে তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত জনতা নানান ধরনের স্লোগান দিতে থাকেন। আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, জিয়ার সৈনিক, এক হও লড়াই করোসহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে যদি তারা নির্দোষ হয় তাহলে ছেড়ে দেবো। দোষী হলে ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত