রাজধানীর পাড়া-মহল্লায় বসেছে ছাগলের হাট

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৪: ১৬
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৪: ২৪
ছবি: আমার দেশ

ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা, পার্ক ও খেলার মাঠে ছাগল বিক্রির হাট বসেছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল, লালমাটিয়া, ধানমন্ডি, মিরপুর এলাকায় এমন চিত্র দেখা গেছে। ব্যাপারিরা ছাগল নিয়ে ঘুরছেন। ক্রেতারাও ছাগল কিনছেন।

বিজ্ঞাপন

প্রতি ব্যাপারির হাতে থাকে অন্তত ৮-১০টা করে ছাগল দেখা গেছে। আর সহযোগীদের হাতে থাকে ছাগলের খাদ্য কাঁচা পাতা, ভুসি ও খড়।

ছাগলের বিক্রির পাশাপাশি রাস্তাগুলোতে বসেছে ছাগলের খাদ্যের ভ্যান। সেখানে কাঠালের পাতার এক আঁটি ৫০ ও দূর্বাঘাসের আঁটি পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। ছাগলের অস্থায়ী এই হাটগুলোর ক্রেতা-বিক্রেতা উভয়েরই চাহিদা মেটাচ্ছে এসব ভ্যান।

এমবি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত