আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিটি সচিবের সাথে বেসিস প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

আইসিটি সচিবের সাথে বেসিস প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বেসিস-এর নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। সোমবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সামগ্রিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। প্রশাসক হাফিজুল্লাহ্ খান লিটন বেসিসের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির সারসংক্ষেপ সচিবের নিকট উপস্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত বর্তমানে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং জিডিপি প্রবৃদ্ধিতে এই খাতের ভূমিকা ক্রমবর্ধমান। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন