উপদেষ্টা আসিফ নজরুলের সাথে মালয়েশিয়াগামীদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৩: ১২
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৩: ১৬

চারটি দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. উপদেষ্টা আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করতে গেছেন মালয়েশিয়াগামী ভুক্তভোগীদের চার সদস্যের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বুধবার সাড়ে ১২টায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনকারীরা ঘেরাও করলে পুলিশের মধ্যস্থতায় চার সদস্যের প্রতিনিধি সেখানে তার সাথে দেখা করতে যায়।

আন্দোলনকারীদের দাবি আমাদের আলাদা করে কিছু বললে আমরা মানবো না। আসিফ নজরুল আমাদের তার সিদ্ধান্তের কথা জানাতে হবে।

চারটি দাবি হলো:

১. ২০২৪ সালের মে মাসে সংকটে আটকে পড়া সবাইকে মালয়েশিয়া নিতে হবে।

২. যাদের ইভিসা বা ম্যানপাওয়ার হয়েছে কিন্তু সিন্ডিকেটের কারণে ফ্লাইট হয়নি তাদের মালেশিয়ার যাওয়ার ব্যবস্থা করতে হবে।

৩. ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে সবাইকে মালয়েশিয়া পৌছানোর সুযোগ করে দিতে হবে।

৪. আটকে থাকা কর্মীদের দিন তারিখ সরকার কর্তৃক নির্ধারিত করে দিতে হবে।

রমনা থানার অফিসার ইনচার্জ মামুন আহমদ জানান, আমরা চেষ্টা করছি তারা যেন তাদের ন্যায্য দাবি পায় সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত