প্রত্যাশিত ফলাফলে ভিকারুননিসা শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৬: ১৪

আজ বৃহস্পতিবার সারাদেশে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল পেয়ে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। বন্ধুরা মিলে দলগত সেলফি তুলেন। ড্রাম বাঁজান, খুশিতে নাচানাচি করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলে খুশি শিক্ষক এবং অভিববকরাও। আজ বৃহস্পতিবার সরেজমিন ভিকারুনেসার ক্যাম্পাস প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে উল্লাস করতে দেখা গেছে কলেজের শিক্ষক ও অভিভাবকদের। অনেক শিক্ষকদের দেখা গেছে,ছাত্রীদের সাথে ছবি তুলতে। অভিভাবকরা সন্তানদের কপালে চুমু খাচ্ছেন, মাথায় হাত রেখে দোয়া করছে, সন্তান এবং তাদের বান্ধবীদের। অনেক অভিভাবকদের আবার সন্তানের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তির খুশিতে কাঁদতেও দেখা গেছে।

বিজ্ঞাপন

বুধবার ফলাফল প্রকাশিত হওয়ার পর দুপুরের দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এমন চিত্রই দেখা যায়।

এ বছর এইচএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ২৫১৪ জন, পাশ করেছেন ২৪৩৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। ফেল করেছেন ৮০ জন। গত বছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পান ১৭৩৭ জন।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া তানিয়া রহমান আমার দেশকে বলেন, করোনার পরে আমরা সব বিষয়ে পরীক্ষা দিয়েছি। একটু চাপ ছিল। তবে পরীক্ষা ভালো হয়েছিল। তাই ফলাফল যেমনটা আশা করেছিলাম তাই পেয়েছি। বাবা-মায়ের আশা পূরণ করতে পেরে খুবই আনন্দ লাগছে। এত খুশি লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না।

মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া তাসলিমা আখতার পপি নামের আরেক শিক্ষার্থী বলেন, এসএসসির রেজাল্টেরও ভালো ফলাফল করেছিলাম কিন্তু করোনার কারণে বাসায় থাকতে হয়েছিলো। বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারিনি, তাই এবার এইচএসসি পরী¶ার পর ফলাফল পেয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাস করতে কলেজে এসেছি।

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া লাবণ্য লামিয়ার মা বিলকিস আক্তার আমার দেশকে বলেন, মেয়ের রেজাল্ট ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত চিন্তিত ছিলাম। মেয়ে কাক্সিত রেজাল্ট করতে পারবে তো। করোনার কারণে গতবছর সব বিষয়ে পরী¶া হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পরীক্ষা দিয়েছে। তাই পরীক্ষার প্রশ্ন ও পরীক্ষার রেজাল্ট কেমন হবে তা নিয়ে চিন্তিত ছিলাম। আজ মেয়ের ভালো রেজাল্ট পেয়ে খুব খুশি লাগছে। মেয়ে আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন বিলকিস আক্তার।

কাকলি রহমান নামের অপর এক অভিভাবক জানান, মেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলে আসি আমরা। এটা একটা বাড়তি চাপ ছিল মেয়ে কেমন ফলাফল করে। মেয়ে জিপিএ-৫ পাওয়ায় আমরা খুব খুশি হয়েছি। মেয়ে ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে। আল্লাহর কাছে একটাই চাওয়া আমার মেয়ের স্বপ্ন পূরণে তিনি যেন সাহায্য করেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত