আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীর পৃথক স্থানে দুই খুন

স্টাফ রিপোর্টার
রাজধানীর পৃথক স্থানে দুই খুন

রাজধানীর পৃথক স্থানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ দুই হত্যার ঘটনা ঘটে। সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুর রহমান ভূঁইয়া (৫৫) নিহত হন। আর লালবাগ চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে রিয়াদ (৩৫) নামে এক তরুণ খুন হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দোকানের কাছে থাকাবস্থায় অজ্ঞাত দুই সন্দেহভাজন ব্যক্তি ব্যবসায়ী আব্দুর রহমান ভূঁইয়াকে গুলি করে। খবর পেয়ে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসাধীন অবস্থায় এ ব্যবসায়ীর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা যায়, আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। হামলার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান বলেন, এ হামলার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। গত কয়েক মাসে উত্তেজনা বাড়ছিল বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাসহ অন্যান্য সম্ভাব্য কারণও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল, তা শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লালবাগ চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে রিয়াদ (৩৫) নামের এক যুবক নিহত হন। রাত সাড়ে ৭টার কিছু পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। নিহত রিয়াদ লালবাগের স্থায়ী বাসিন্দা সালামের ছেলে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহত রিয়াদের মা নাছিমা বেগম জানান, সন্ধ্যায় রিয়াদ বাড়ি থেকে বের হয়েছিল। পরে পরিচিতদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের রক্তাক্ত লাশ দেখতে পান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তালেবান থেকে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

একাত্তরের চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে, তারাই ব্যর্থ হয়েছে

নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতা করবে ইরান

বিশ্বজুড়ে ছড়াচ্ছে মারাত্মক ফ্লু ভ্যারিয়েন্ট, যে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন