জামায়াতের সমাবেশ ঘিরে নিয়োজিত ৬ হাজার স্বেচ্ছাসেবক
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯: ২৯

ছবি: আমার দেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার জন্য দলের ৬০০০ এর বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে এবং রাজধানী বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন।

বিশেষ করে সমাবেশস্থলের প্রবেশ পথগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা এবং নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন এসব স্বেচ্ছাসেবকরা।
এদিকে সমাবেশে আগতদের জন্য বেশ কিছু মেডিকেল টিম, খাবার পানি সরবরাহসহ নানা ধরনের টিম কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com