ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এ বছর এক লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে। সোমবার ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এতথ্য জানিয়েছে।
শাহজাহান মিয়া জানান, ঈদের প্রথম দিন এক লাখ ৩৩ হাজার ৩১৭টি, দ্বিতীয় দিন ৩১ হাজার ৭৪৫টি এবং তৃতীয় দিনে এক হাজার ৬৯২টি পশু কোরবানি করা হযয়েছে।
এদিকে চলতি বছরের জন্য কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করেছে ডিএসসিসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

