আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

আমার দেশ অনলাইন
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় উত্তরা ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একদিনে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তিনটি থানা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর এলাকা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা। এছাড়া উত্তরা এলাকা থেকে উত্তরা পূর্ব থানা ১৬ জনকে এবং উত্তরা পশ্চিম থানা ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার (১৫ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে মিরপুর ও উত্তরা থেকে বিভিন্ন অপরাধে জড়িত এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন