আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনার রায় ঘিরে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন

আতিকুর রহমান নগরী

হাসিনার রায় ঘিরে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।

তিনি আরো জানান, রায় ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।

আজ বেলা ১১টার পর রায় পড়া শুরু করবেন আদালত। এ রায় ঘিরে গতকাল রোববার থেকেই ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।-বাসস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন