রাজধানী ঢাকার ৩০০ ফিটে বসুন্ধরা গেইটের সামনে পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি উদ্ধার কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের কাঞ্চন থেকে রাজধানীর কুড়িলে আসার পথে বসুন্ধরা গেটের সামনে উভয় দুই গাড়ির বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্তারিত আসছে...

