আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন

আমার দেশ অনলাইন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন

বিজয়ের মাসে জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার, ৮ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় রূপালী ব্যাংক পিএলসির ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি ব্যাংক কর্মীদের গ্রাহকের সেবক হওয়ার নির্দেশনা দেন। রূপালী ব্যাংকের অ্যাপস ও মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহবান জানান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।

নারায়ণগঞ্জের জোনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন এবং বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ ভূইয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বালিগাঁও শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণ আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার সুযোগ পাবে যা এলাকার অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...