শনিবার বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান জনাব শেখ আশ্বাফুজ্জামান এফসিএ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ জিয়াউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহিরুল আলম, সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার ডিসেম্বর-২০২৫ভিত্তিক সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাতভিত্তিক (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানী/রপ্তানী, রেমিট্যান্স) অগ্রগতির মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ২০২৬ সালের কর্মপরিকল্পনা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি জনাব মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্যাংকের সকল প্রকার সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করারও পরামর্শ প্রদান করেন। পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া আমানত সংগ্রহের পাশাপাশি নন ফান্ডেড ব্যবসার উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৬ সালের কাঙ্খিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ২০২৬ সালের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানী/রপ্তানী, রেমিট্যান্স) অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

