আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস আলেনিয়া স্পেসের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিততে স্মারক স্বাক্ষরিত হয়ে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং থ্যালেস আলেনিয়া স্পেসের এক্সপোর্ট সেলস ম্যানেজার রোবের্তো সিজিসমন্ডি চুক্তিতে সই করেন।
চুক্তি অনুসারে দুই প্রতিষ্ঠান স্থানীয় দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময়, প্রযুক্তির বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করবে।
অনুষ্ঠানে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভূমি ব্যবস্থাপনা, কৃষি, দুর্যোগ পর্যবেক্ষণ, জলবায়ু সহনশীলতা ও জাতীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ উন্নত প্রযুক্তি, বিশেষত স্যাটেলাইট ও স্পেসভিত্তিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, ‘প্রতি বছর প্রায় ২৫ হাজার প্রযুক্তি স্নাতক কর্মক্ষেত্রে প্রবেশ করে। তাদের জন্য সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় দায়িত্ব।’ এক্ষেত্রে জাতীয় স্যাটেলাইট ইমেজ রিপোজিটরি এবং সব মন্ত্রণালয়ের জন্য ডেটা অ্যাক্সেস নিশ্চিত করায় তিনি গুরুত্বারোপ করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব থ্যালেসের সঙ্গে সক্ষমতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় পার্টনারশিপ ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক শ্রেষ্ঠ অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তর অর্জন করতে পারবে।
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, আর্থ অবজারভেশন ও স্যাটেলাইট প্রযুক্তি বাংলাদেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপটিক্যাল ও রাডার—দুই ধরনের পর্যবেক্ষণ সুবিধা নিয়ে এই কর্মসূচি বাংলাদেশের ভূপ্রকৃতি ও আবহাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ডিজিটালাইজেশন, আধুনিকায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতিশ্রুতিকে ইতালি গভীরভাবে গুরুত্ব দেয় এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে প্রস্তুত।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জানে আলম, অতিরিক্ত সচিব (টেলিকম) মো. জহিরুল ইসলাম, বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোওয়ার, জেনারেল ম্যানেজার (সেলস ও মার্কেটিং) শাহ আহমেদুল কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর