মাউশির বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফলের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৪: ৫৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শক, গবেষণা সহকারী, ল্যাবরেটরীসহ অন্যান্য পদের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন ফলাফল প্রত্যাশীরা।

বিজ্ঞাপন

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এসময় তারা বলেন, ২০২০ সালের ২২ অক্টোবরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ২৮ ক্যাটাগরিতে ৪ হাজার ৩২ জন জনবল নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তির মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ৩ হাজার ৪২২ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে তাদের চাকরিতে যোগদানের দেড় বছর পূর্ণ হয়েছে। কিন্তু একই সারকুলার ও একই স্বারক নাম্বারের প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এই পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সে নির্দেশনা পালন করছে না।

তারা আরও বলেন, আমাদের লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেংকারী কিংবা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবুও কর্তৃপক্ষ কোন উদ্দেশ্যে ফলাফল প্রকাশে বিলম্ব করছে সেটি আমাদের বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মাইন উদ্দিন, লিটন বিশ্বাস, শারমিন আক্তার, এরশাদ হোসেন, মো. ইব্রাহিম, জোবায়ের আহমদ প্রমূখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত