ইগিমির বিপরীতে মাত্র ১ ভোটে জিতলেন শিবিরের রুহুল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০৮
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩৩

জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন শিবিরের প্রার্থী রুহুল ইসলাম। ইগিমি ১৯২৮ ভোট এবং রুহুল পেয়েছেন ১৯২৯।

আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঘোষণা করা হয় এই ফলাফল। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ২১ হলে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ।

বিজ্ঞাপন

জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হলেন মাজহারুল ইসলাম। স্বতন্ত্র জিতুর কাছে শিবিরের আদিব হারেন ৯৪২ ভোটের ব্যবধানে। ঘোষিত ফলাফলে দেখা গেছে- জিতু ৩৩৩৪ এবং আদিব পেয়েছেন ২৩৯২ ভোট।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদে লড়েন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। অন্যদিকে, শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়েন আরিফ উল্ল্যাহ আদিব। তবে আদিব হারলেও জাকসুর সম্পাদকীয় ১৯ পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা। কার্যকরী সদস্যের ৬ পদের ৫টিতেই জয় পেয়েছে শিবির প্যানেল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত