আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, ভুখা মিছিল করবেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, ভুখা মিছিল করবেন  শিক্ষকরা
ছবি: ভিডিও থেকে নেয়া

সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে এই প্রজ্ঞাপন গভীর ষড়যন্ত্রমূলক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। তবে নতুন প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার দুপুরে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে খালি থালা হাতে নিয়ে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

এদিকে উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত-জারা: দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। রোববার ভোরে তার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মসূচিতে বক্তব্য রাখেন।

সামাজিক মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারার ছবি শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ভূখা মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজ এ কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা হাতে নিয়ে মিছিল করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন