আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বই ছাপায় আন্তর্জাতিক টেন্ডার নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ এনসিটিবির

স্টাফ রিপোর্টার

বই ছাপায় আন্তর্জাতিক টেন্ডার নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ এনসিটিবির

পাঠ্যবই ছাপায় আন্তর্জাতিক টেন্ডার সংক্রান্ত সংবাদ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। রোববার প্রতিষ্ঠানটির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

‘এনসিটিবির পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্র নিয়ে জনমনে বিভ্রান্তি স্পষ্টীকরণ’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্যের সঠিকতা যাচাই না করে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত খবরের যথার্থতা না থাকায় এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপাতে আন্তর্জাতিক টেন্ডার দেয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশের প্রেস মালিকদের মাঝে চরম অস্বস্তি বিরাজ করছে। এনসিটিবি কার্যালয় ঘেরাওসহ বিক্ষোভ করার কথা রয়েছে তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন