বই ছাপায় আন্তর্জাতিক টেন্ডার নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ এনসিটিবির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২: ৪১

পাঠ্যবই ছাপায় আন্তর্জাতিক টেন্ডার সংক্রান্ত সংবাদ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। রোববার প্রতিষ্ঠানটির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

‘এনসিটিবির পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্র নিয়ে জনমনে বিভ্রান্তি স্পষ্টীকরণ’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্যের সঠিকতা যাচাই না করে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত খবরের যথার্থতা না থাকায় এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপাতে আন্তর্জাতিক টেন্ডার দেয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশের প্রেস মালিকদের মাঝে চরম অস্বস্তি বিরাজ করছে। এনসিটিবি কার্যালয় ঘেরাওসহ বিক্ষোভ করার কথা রয়েছে তাদের।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত