জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দূরপাল্লার একটি বাসে হামলার ঘটনা ঘটেছে কুমিল্লায়। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীরা চরম আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রোরবার সন্ধ্যায় কুমিল্লা শহরের বাগিচাগাঁও বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বিকেলে বাসটি ক্যাম্পাস থেকে রওনা দিয়ে পুলিশ লাইন, বাগিচাগাঁও হয়ে বিআরটিসি ডিপোর দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিকে ওভারটেক করে জোর করে থামিয়ে দেয়।
তারা বাসচালককে সাইড না দেওয়ার অভিযোগ তুলে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে রাগান্বিত হয়ে তারা বাসের সামনের উইন্ডশিল্ডে ঢিল ছুড়ে মারে, এতে কাঁচটি ভেঙে যায়।
বাসে থাকা শিক্ষার্থী মাহমুদুল হাসান নোমান জানান, কারণ জানতে চাইলে এক হামলাকারী নিজেকে স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষের ছেলে বলে পরিচয় দেয়। কিছুক্ষণ পর তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক তারিক বিন আতিক বলেন, আমরা ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। বাসচালককে থানায় পাঠানো হয়েছে। হামলাকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ এবং মুচলেকা না পাওয়া গেলে আজই মামলা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমরা কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
হামলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।

