সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রোববার (৩০ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদন যোগ্যতা: ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ/কারিগরি)/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
‘এ’ ইউনিট- এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। এইচএসসিতে গণিতে কমপক্ষে জিপিএ ৩.০ (A লেভেলে C গ্রেড) প্রয়োজন।
‘বি’ ইউনিট- বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.০ থাকতে হবে।
এছাড়া ডিপ্লোম-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। GCE এর ক্ষেত্রে IGCSE (O লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাশ এবং IAL (A লেভেল)-এ কমপক্ষে ১টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি: ‘এ’ ইউনিট: ১৩ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা, ‘বি’ ইউনিট: ১৪ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা।
আবেদন ফি: A1 (বিজ্ঞান) ইউনিট- ১ হাজার ২৫০ টাকা, A2 (আর্কিটেকচার)- ১ হাজার ৪০০ টাকা, B ইউনিট- ১ হাজার ২০০ টাকা।
আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি এবং জমা দেওয়ার পদ্ধতি ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (https://admission.sust.edu.bd) এর ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

