জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলেক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার নীতিমালাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে-দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করে আসছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলেক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য এই নীতিমালা প্রণয়ন করা হলো।
এ নীতিমালা "জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা ২০২৬” নামে অভিহিত হবে এবং এই নীতিমালা অনুসরণ করে প্রতি বছর জানুয়ারি মাসে কার্যক্রম শুরু করতে হবে।
নীতিমালা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ১৯ টি ইভেন্টে প্রতিটি ক্ষেত্রে যোগ্য, মেধাবী ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্বাচনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইভেন্টগুলোতে শিক্ষার্থী/দল নির্বাচন করে উপজেলায় প্রেরণ করবে। উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলায়, জেলা পর্যায়ের বিজয়ীরা অঞ্চলে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। এই নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিষয়ের পারদর্শী বা বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত বিচারকদের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে-কেরাত, হামদ্, নাত, বাংলা রচনা প্রতিযোগিতা (বিষয়: অনির্ধারিত (বিচারক তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময়-৩০ মিনিট), ইংরেজি রচনা প্রতিযোগিতা (বিষয়: অনির্ধারিত (বিচারক তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময়-৩০ মিনিট), ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা (একক), দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকসংগীত (ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি), জারীগান (দলভিত্তিক), নির্ধারিত বক্তৃতা: বাংলাদেশর ইতিহাস ও ঐতিহ্য/বাংলাদেশ উন্নয়ন ভাবনা/শিক্ষা, নৃত্য (উচ্চাঙ্গ), লোক নৃত্য, তাৎক্ষণিক অভিনয় এবং দেয়াল পত্রিকা।

