জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে বাংলাবাজার সংলগ্ন ২ নম্বর গেট দিয়ে বহিরাগত ও অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পাসকার্ড এক্সচেঞ্জ করে বহিরাগত প্রবেশ করানোর সময় হাতেনাতে ধরা পড়েন এক শিক্ষার্থী।
অভিযুক্ত সোহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। বাধা দিতে গেলে সোহান নিজেকে ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দেন এবং দায়িত্বরত বিএনসিসি সদস্য ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা বলেছেন, সোহান একজন সাধারণ শিক্ষার্থী। ছাত্রদলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
পাসকার্ড এক্সচেঞ্জ করার কারণ জানতে চাইলে অভিযুক্ত সোহান বলেন, ‘আমার এক বন্ধুর জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করা দরকার ছিল। তাই কার্ডটি তাকে দিয়েছি।’
এর আগে বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ক্যাম্পাস থেকে সব শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
এদিকে সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন।
এ বিষয়ে দায়িত্বরত বিএনসিসি সদস্যরা বলেন, ‘গেটের নিরাপত্তার মূল দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে আমাদের কিছু করার থাকে না। বিষয়টি প্রক্টরিয়াল বডি দেখবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদাউস হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা একবার বের হচ্ছে, আবার প্রবেশ করছে। সবাইকে পাস কার্ড দেখে প্রবেশ করানো হচ্ছে। কিন্তু এর মধ্যে পাস কার্ড এক্সচেঞ্জ করে অনেকে প্রবেশ করছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ওএমআর মেশিনে ভোট গণনার ঘোষণা জকসু নির্বাচন কমিশনের