চাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে মধ্যরাতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২: ৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ফলাফল কারচুপির পাঁয়তারা এবং অনিয়মের অভিযোগ এনে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার রাত ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং চাকসু নির্বাচনে ‘সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে’ সরকারের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রাত ১১টার পর থেকে জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কারচুপির পাঁয়তারা চলছে। আমরা বেশ কয়েকটি অনিয়মের খবর পেয়েছি। তাই শাহবাগে প্রতিবাদী অবস্থান নিয়েছি।”

তিনি বলেন, “আমরা দেখেছি ডাকসু ও জাকসু নির্বাচনে নানা কারচুপি হয়েছে। এবার চাকসুতে কোনো প্রকার অনিয়ম দেখা গেলে ছাত্রদল শক্ত হাতে প্রতিহত করবে।”

রাকিব আরও বলেন, “ছাত্রদল এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছে বলে ‘মুনাফেকরা’ ঠিক আছে। তবে ছাত্রদল দাঁড়ালে মুনাফেকরা টিকতে পারবে না।”

এর আগে, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়, যেখানে মোট ২৩২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯০৮ জন প্রার্থী।

এদিন ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুললেও তারা ভোট বর্জন না করার সিদ্ধান্ত জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত