আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ১৯ লাখ শিক্ষার্থীর

আতিকুর রহমান নগরী

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ১৯ লাখ শিক্ষার্থীর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। এদিন স্ব স্ব শিক্ষা বোর্ড দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার কথা রয়েছে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১০ জুলাই দুপুর ২টায় শিক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। একই সময় শিক্ষা বোর্ডগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবেন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...