আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ২৯ ডিসেম্বর

প্রতিনিধি, বেরোবি

ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ২৯ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ‎গত মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। ২ থেকে ৩ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ৪ থেকে ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ ডিসেম্বর আপত্তি গ্রহণ ও ৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রার্থীদের ডোপ টেস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৩ ডিসেম্বর।

বিজ্ঞাপন

এছাড়া ১৮ নভেম্বর আচরণবিধির খসড়া সিন্ডিকেট সভাপতির কাছে পাঠানো হবে। ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২৪ নভেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

‎ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, আমরা অনেক ভেবেচিন্তে তফসিল দিয়েছি। আমাদের কাজ করতে যতটুকু সময় দরকার, ততটুকু সময় নিয়েছি। নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে এবং শীতকালীন অবকাশ পিছিয়ে দেওয়ার জন্য আমরা উপাচার্য বরাবর আবেদন করেছি।

এদিকে ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন। ঘোষিত সময়সূচিকে অযৌক্তিক, কালক্ষেপণ ও শিক্ষার্থীবান্ধব নয় বলে উল্লেখ করেছেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয় ১৭ ডিসেম্বর থেকে। এরও আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অধিকাংশ শিক্ষার্থী বাড়ির পথে রওনা হয়ে যান। এই পরিস্থিতিতে ২৯ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণায় প্রশাসনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানাতে চাই, নির্বাচনের ঘোষিত তফসিল পুনর্বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজন করতে হবে। যাতে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, ‎দীর্ঘ আন্দোলনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদের বিধি যুক্ত হয়। ৪ নভেম্বর গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করলে ১১ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভায় নতুন কমিশন গঠন করা হয়। তফসিল না আসায় শিক্ষার্থীরা ১৭ নভেম্বর ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং গত মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অবশেষে একইদিন রাতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন